ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সাংবাদিক বিমান ভট্টাচার্যের প্রয়াণে সোনারগাঁও প্রেসক্লাবের শোক

সাংবাদিক বিমান ভট্টাচার্যের প্রয়াণে সোনারগাঁও প্রেসক্লাবের শোক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কৃতী সন্তান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য গুণি সাংবাদিক বিমান ভট্টাচার্য (৮৮) আর নেই।

বর্ষীয়ান সাংবাদিক বিমান ভট্টাচার্য গত শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকার গোপীবাগে নিজ বাসভবনে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিকদের কাছে তিনি পরিচিত ছিলেন প্রিয় 'বিমান দা' হিসেবে।

বিমান ভট্টাচার্যের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহাসিক বাড়দী গ্রামে। তার মরদেহ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শ্মশানে (মাসদাইর) শুক্রবার সন্ধ্যায় সৎকার করা হয়েছে।

বিমান ভট্টাচার্যের মৃত্যুতে সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন, সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ ক্লাবের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

১৯৪১ সালের ৮ জুলাই সোনারগাঁওয়ে জন্ম নেওয়া বিমান ভট্টাচার্যের পেশাগত জীবন শুরু হয়েছিল ব্যাংকার হিসেবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চাকরি ছেড়ে হাতে তুলে নেন কলম, শুরু করেন সাংবাদিকতা। সাহসী সাংবাদিক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ টাইমস, ডেইলি অবজারভার ও গুড মর্নিং বাংলাদেশে।

ক্রীড়া লেখক সমিতি ছাড়াও জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ নানা সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন তিনি।

বিমান ভট্টাচার্য,সোনারগাঁও প্রেসক্লাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত