ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চাঁপাইনবাবগঞ্জে ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩৬) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) ভোরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর নতুন ট্রাক টার্মিনালের কাছে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

নিহত ট্রাকচালক সাদ্দাম রাজশাহীর পবা উপজেলার ডাংগিরপাড়া রামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, ভোর বেলায় চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার দ্বারিয়াপুর নতুন ট্রাক টার্মিনালের কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ট্রাকচালক সাদ্দাম ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলেও জানায় ওসি।

ট্রাকের সংঘর্ষ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত