ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বেগম রোকেয়াকে অবমাননার ঘটনায় বেরোবির নিন্দা

বেগম রোকেয়াকে অবমাননার ঘটনায় বেরোবির নিন্দা

নারী জাগরণ ও সমাজ সংস্কারের অগ্রদূত মহীয়সী রোকেয়া সাখাওয়াত হোসেনকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ‘কাফির-মুরতাদ’ মন্তব্যের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কর্তৃপক্ষ।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিন্দা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোকেয়ার মতো আলোকিত ও প্রগতিশীল ব্যক্তিত্ব সম্পর্কে একজন শিক্ষক কর্তৃক এমন অবমাননাকর মন্তব্য দুঃখজনক ও সমাজের জন্য হুমকিস্বরূপ। বাঙালি নারী জাগরণ, নারীশিক্ষা বিস্তার, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং আধুনিক সমাজে নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় তার অবদান অনন্য। তার প্রতি এমন মন্তব্য নারীমুক্তি আন্দোলনকে হেয় করার একটি দায়িত্বহীন প্রচেষ্টা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানায়, মহীয়সী রোকেয়া সমাজের পশ্চাৎপদতা, কুসংস্কার, বাল্যবিবাহ, যৌতুক ও নারীর অধীনস্ত অবস্থানের বিরুদ্ধে কলম এবং সংগ্রাম চালিয়েছেন আজীবন। ‘মতিচূর’, ‘সুলতানার স্বপ্ন’, ‘অবরোধবাসিনী’ ও ‘পদ্মরাগ’-সহ তার প্রতিটি রচনাতেই যুক্তিবাদ, প্রগতি, বিজ্ঞানমনস্কতা ও মানবিকতার বার্তা প্রতিষ্ঠা পেয়েছে। তিনি ইসলাম বা ধর্মীয় মূল্যবোধের বিরোধী ছিলেন— এ ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। জীবনীকারদের ভাষ্য অনুযায়ী, রোকেয়া নিজেও ছিলেন একজন ‘প্র্যাকটিসিং মুসলিম’। সেই মানুষটিকে ‘মুরতাদ’ বা ‘কাফির’ বলা কেবল অবমাননাকর নয়, সমাজে বিদ্বেষ ছড়ানোরও অপচেষ্টা— যা আইনগতভাবেও দণ্ডনীয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোকেয়ার আদর্শ ধারণ করেই রংপুরে প্রতিষ্ঠিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শিক্ষা, গবেষণা ও মুক্ত জ্ঞানচর্চার মধ্য দিয়ে নারীর অগ্রযাত্রা এবং বৈষম্যহীন সমাজ নির্মাণে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিবছর মর্যাদার সঙ্গে পালিত হয় ‘রোকেয়া দিবস’, যা তার আদর্শ দেশ-বিদেশে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ঘটনার যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বেরোবি প্রশাসন। একই সঙ্গে উচ্চশিক্ষা ব্যবস্থার মর্যাদা রক্ষা ও শিক্ষাঙ্গণে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছে তারা। ভবিষ্যতে এ ধরনের অবমাননাকর মন্তব্য রোধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

বেগম রোকেয়া,অবমাননা,বেরোবি,নিন্দা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত