অনলাইন সংস্করণ
২১:৫৫, ১০ ডিসেম্বর, ২০২৫
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারির আয়োজন করা হয়েছে।
মাউশি সূত্র জানায়, গত ২১ নভেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়ে ৫ ডিসেম্বর বিকেল ৫টায় শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে ১০ লাখ ৫৬ হাজার ৫৪ জন শিক্ষার্থী সফলভাবে আবেদন করেছে।
২০২৬ শিক্ষাবর্ষে চার হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে সরকারি স্কুল ৬৮৮টি এবং বেসরকারি স্কুল তিন হাজার ৩৬০টি।
মোট শূন্য আসন রয়েছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। সরকারি স্কুলে শূন্য আসন ১ লাখ ২১ হাজার ৩০টি, যেখানে আবেদন জমা পড়েছে ৭ লাখ ১৯ হাজার ৮৫৪টি। ফলে সরকারি স্কুলে প্রতি আসনের বিপরীতে প্রায় ছয়জন শিক্ষার্থী লড়াইয়ে রয়েছে।
অন্যদিকে, বেসরকারি স্কুলে শূন্য আসন ১০ লাখ ৭২ হাজার ২৫১টি। বিপরীতে আবেদন করেছে তিন লাখ ৩৬ হাজার ১৯৬ জন শিক্ষার্থী। সে হিসাবে সব আবেদনকারী ভর্তির সুযোগ পেলেও ৭ লাখ ৩৬ হাজার ৫৫টি আসন শূন্যই থেকে যাবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের লটারির ফল জানতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যাওয়ার প্রয়োজন নেই। লটারি শেষে অনলাইনেই দ্রুত ফলাফল জানা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা মাউশির নির্ধারিত লিংকে প্রবেশ করে আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন।
মাউশি জানায়, লটারির পর ওয়েবসাইটে প্রকাশিত ফল প্রতিষ্ঠানপ্রধানরা ডাউনলোড করে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতির ই-মেইলে পাঠাবে এবং সে বিষয়ে মাউশিকে অবহিত করবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিতে ভর্তি কমিটির সভা ডেকে নিয়ম মেনে প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।