ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি

চকরিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে ১৪ বসতঘর ও ৬ দোকান পুড়ে ছাই

চকরিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে ১৪ বসতঘর ও ৬ দোকান পুড়ে ছাই

কক্সবাজারের চকরিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৪টি বসতঘর ও ৬টি দোকান। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। সোমবার (১০ মার্চ) সকালে ও দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা এবং উপকূলীয় বদরখালী ইউনিয়নে এ পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাসিম আলী মিয়াজী সিকদার পাড়ায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মাঝেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী আরো ১৩টি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ১৪টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

অপরদিকে সোমবার ভোরে উপজেলার উপকূলীয় বদরখালী বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৬টি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আবু জাফর বলেন, সোমবার ভোরে বদরখালী বাজারে ও এদিন দুপুরের দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কাসিম আলী মিয়াজী সিকদার পাড়ায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬টি দোকান ও ১৪টি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করলেও তদন্ত সাপেক্ষে জানা যাবে অগ্নিকাণ্ডে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রাথমিক কিছু সরঞ্জাম তুলে দেন। ইউএনও আরও বলেন, পৃথক অগ্নিকাণ্ডে ১৪টি বসতঘর ও ৬টি দোকান পুড়ে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

অগ্নিকাণ্ড,ছাই,পুড়ে,ক্ষতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত