সারাদেশে সকল ধর্ষকের শাস্তি জনসন্মুখে ফাঁসির দাবিতে সিরাজঞ্জের শাহজাদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে গনস্বাক্ষর শুরু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের গিয়ে এ গণস্বাক্ষর শুরু করে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম আহবায়ক রাতুল বিন সাংবাদিকদের জানান, আমাদের দাবি ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এজন্য গণস্বাক্ষর শুরু করা হয়েছে । প্রতিদিন ইউনিয়নের গ্রামঞ্চলে গিয়েও স্বাক্ষর নেয়া হবে। এ সময় ছাত্র আন্দোলনের সাব্বির হোসেন, নাফিজ, দিগন্ত, খোকন, হাসিব প্রমুখ উপস্থিত ছিলেন ।