ঢাকা রোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে ৬০ যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে ৬০ যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ী চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। এ সময় ৬০টি যানবাহনে তল্লাশি করা হয়।

বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার গৃদকালিন্দিয়া বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ চেকপোস্ট বসানো হয়।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, চেক পোস্টে ৬০টি যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় ৪ মোটর সাইকেল আরোহীর কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আর লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করে থানায় পাঠানো হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থি সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

চেকপোস্ট,তল্লাশি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত