ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রতনকান্দি গ্রামের কিশাত রহমান পলাশ (২৬), চাঁন মিয়া (৫৫), সোবাহান (৬০), মুক্তা সরকার (৩৭), রতনকান্দি পশ্চিমপাড়া গ্রামের আলম সরকার (৩৩), পোরজনা বাজার এলাকার আঃ লতিফ (৫২) ও টাঙ্গাইলের দক্ষিণ মান্দিয়া গ্রামের মোয়াজ্জেম হোসেন (৩৮)।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, "ডাকাত দল একটি ফাঁকা স্থানে জড়ো হয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩-৪ জন পালিয়ে যায়।"

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার,ডাকাতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত