ফেনীর দাগনভূঞা পৌর শহরের চৌমুহনী রোডে অবস্থিত দাগনভূঞা চক্ষু হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিকিৎসক না হয়ে অত্র হাসপাতালে চক্ষু রোগীদের সেবা প্রদানের অপরাধে ওই হাসপাতালকে ভোক্তা অধিকার আইনের সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এস.এম সোহরাব আল হোসাইন জানান, চিকিৎসক না হয়ে রোগীদের ছোটখাটো অপারেশন করছেন এবং চশমা প্রদান করছেন। চিকিৎসক হিসেবে তিনি ওই ধরনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। রোগীদের সাথে প্রতারণা করেছেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তা অধিকার আইনের সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এস.এম সোহরাব আল হোসাইন, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. ফয়েজ আহমেদ মুরাদ, এমটি ল্যাব এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।