ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ

পুলিশের অভিযান শুরু
সিরাজগঞ্জে  স্কুলছাত্রীকে ধর্ষণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

ওই নির্যাতিত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান শুরু হয়েছে।

এ ঘটনায় আপোষের চেষ্টা করেও স্থানীয়রা ব্যর্থ হয়েছে। রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত উপজেলার নাড়ুয়া গ্রামের স্কুল ছাত্র (তদন্ত স্বার্থে তার নাম লেখা হলো না) গত রোববার সকালে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনা স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করে ব্যর্থ হয়। বুধবার সকালে এ বিষয়টি জানার পর পুলিশের তদন্ত শুরু হয়েছে এবং জড়িত স্কুল ছাত্র কিশোরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশের এমন তৎপরতায় নির্যাতিত ওই শিশু ছাত্রীকে বুধবার রাতে মনসুর আলী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যেই ওই হাসপাতালে তার খোঁজখবর নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ধর্ষন,পুলিশ,অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত