খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৩৭ শিক্ষার্থী বহিষ্কার ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। এ ঘটনায় শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং উপাচার্যের অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতৃবৃন্দ এই ঘটনাকে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক নিপীড়নের উদাহরণ হিসেবে আখ্যায়িত করে বলেন, শিক্ষার্থীদের উপর বর্বরোচিত আক্রমণ, সহিংসতা, সাময়িক বহিষ্কার এবং মিথ্যা মামলা মূলত তাদের মত প্রকাশের অধিকার রোধ করার অপচেষ্টা।
এতে সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে জানান, গত ১৮ ফেব্রুয়ারী কুয়েটে সংঘটিত সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে উল্টো হামলার শিকার ২২ জন শিক্ষার্থীর নাম উল্লেখসহ আরও ১৫-২০ জন অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে স্থানীয়দের মাধ্যমে মামলা দায়ের করেছে।
তারা আরও বলেন, কুয়েটের ৩৭ জন শিক্ষার্থীকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে, আমরা অনতিবিলম্বে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একইসাথে উক্ত ঘটনায় দায়ের করা মিথ্যা মামলাও অবিলম্বে প্রত্যাহার করে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।