সাভারে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর।
এর আগে, গত ২৫ এপ্রিল নিহত তানিয়া আক্তারের মরদেহ কালিয়াকৈর বাঁশবাগান থেকে উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত তানিয়া আক্তার ও তার স্বামী সোহাগ মিয়া আশুলিয়ায় একই কারখানায় চাকরি করতেন। আশুলিয়া ইউনিয়নের সাধুপাড়ার বউবাজার এলাকায় তারা ভাড়া থাকতেন। ঘাতক স্বামী নওগাঁ জেলার সদর থানার বাছের আলী মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গেল ২৩ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে স্ত্রী পোশাক শ্রমিক তানিয়া আক্তারকে সাভারের বিরুলিয়ার ছোট কালিয়াকৈর এলাকায় বাঁশঝারে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী সোহাগ মিয়া। পরে ২৫ এপ্রিল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভোররাতে স্বামী সোহাগ মিয়াকে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।
আসামীকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।