সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া বাজার এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে ধর্ষকসহ সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে পাঁচলিয়া বাজার বনিক সমিতি ও পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বনিক সমিতির নেতৃবৃন্দ, ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবক।
বক্তারা বলেন, ওই স্কুলেল সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনা ১ মাস পার হলেও এখনও পুলিশ ধর্ষক আহাদ ও তার সহযোগীদের গ্রেফতার করেনি। ধর্ষকসহ হাটিকুমরুল ও পাঁচলিয়ায় মহাসড়কে পাশে থাকা চোরাকারবারিদের গ্রেফতারের দাবী জানান এবং ২৪ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচী দেয়া হবে।