আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রংপুর বিভাগের মহাসড়কে গরুবাহী ট্রাকের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে। বুধবার সকালে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের আয়োজনে বিভাগীয় ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভাগের সাতটি থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। এছাড়া রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও পঞ্চগড় জেলার ট্রাক মালিক ও শ্রমিক নেতারা সভায় অংশ নেন।
সভায় সিদ্ধান্ত হয়, আসন্ন কোরবানির ঈদে গোবিন্দগঞ্জ থেকে বাংলাবান্ধা এবং রংপুর থেকে হাতীবান্ধা হয়ে বুড়িমারী মহাসড়কে কোথাও গরুর হাট বসানো যাবে না এবং মহাসড়কের ওপর গরু লোড-আনলোড নিষিদ্ধ থাকবে। গরুবাহী ট্রাকগুলোতে অবশ্যই “গরুবাহী ট্রাক” লেখা সাইনবোর্ড লাগাতে হবে এবং ট্রাকগুলোকে নির্ধারিত গতিসীমা মেনে চলতে হবে।
সভায় শ্রমিক ও মালিক সংগঠনগুলোর নেতারা এসব সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পুলিশ সুপার জানান, মহাসড়কে গরুবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এ লক্ষ্যে হাইওয়ে পুলিশ মহাসড়কের গুরুত্বপূর্ণ জংশন পয়েন্ট যেমন—গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, শঠিবাড়ী, তারাগঞ্জ, পাগলা পীর বাজার, দশ মাইল ও হাতীবান্ধায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করবে।
পরিশেষে হাইওয়ে পুলিশ, ট্রাক মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।