রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) সকালে গোয়ালন্দ উপজেলাবাসীর ব্যানারে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন নারী-পুরুষসহ সকল শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ।
এ মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি আয়ুব আলী খান এবং বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি কাজী মনিরুজ্জামান মনি ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
এসময় বক্তারা অভিযোগ করেন, দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট থেকে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যা ঘাট এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়াচ্ছে। পাশাপাশি চাঁদাবাজি ও মাদকের বিস্তারে উদ্বেগ প্রকাশ করেন তারা। ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ কার্যক্রম বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
এছাড়াও বক্তারা দৌলতদিয়া পুরা ভিটা এলাকায় প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ তুলে দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি জানান।