কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আরফাত (৩০)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কামাল হোসেনের ছেলে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি জানান, কয়েকজন বন্ধুর সঙ্গে সৈকতে গোসলে নামেন আরফাত। গোসলে নামার কিছুক্ষণ পর ঢেউয়ের তোড়ে তিনি তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর ভেসে উঠলে সি-সেইফ লাইফ গার্ডের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।