ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

আইন অমান্য করে পুকুর ভরাট, অর্থদণ্ড ও পুনঃখননের নির্দেশ

আইন অমান্য করে পুকুর ভরাট, অর্থদণ্ড ও পুনঃখননের নির্দেশ

সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে চাঁদপুর শহরের আলিমপাড়া এলাকায় একটি জলাধার ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া ৭ কার্য দিবসের মধ্যে পুনঃখননের নির্দেশ প্রদান করা হয়েছে।

শুক্রবার (৯ মে) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শহরের প্রতাপ সাহা মন্দিরের বিপরীত পাশে বালু দিয়ে পুকুর ভরাট করায় শুক্রবার দুপুরে সেখানে অভিযান চালান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় অভিযুক্ত আব্দুর রহমান (৩৫)-কে দশহাজার (১০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা’ আদায় করা হয়। এছাড়া পুকুরের চারপাশে নির্মিত বেড়া তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয় এবং ভরাটকৃত অংশ পুনঃখননের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর মডেল থানার একদল পুলিশ সদস্য অভিযানে সহায়তা করেন।

চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন এই প্রতিনিধিকে জানান, আমরা অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করি এবং অভিযোগের সত্যতা পাই। সে আলোকে অভিযুক্ত ব্যক্তিকে আমরা তাৎক্ষণিক বিধি মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করি। এ সময় অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে জানান। ভরাটকৃত অংশ আগামী সাত দিনের মধ্যে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য পুনঃখননের নির্দেশ দেওয়া হয়েছে।

চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুকুর ভরাট,অর্থদণ্ড,পুনঃখনন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত