ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধান আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আলতাফুর রহমান (৫৫) নামের এক কৃষক।
বুধবার (২১ মে) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া প্রাইমারি স্কুলসংলগ্ন এলাকায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।
নিহত আলতাফুর রহমান ওই এলাকার মৃত ভবন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টির মধ্যে আলতাফুর রহমান বাড়ির পেছনের নিজ জমি থেকে আগেই কেটে রাখা ধান আনতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লেহেম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “আলতাফুর রহমান নিজের জমি থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।”