প্রথম দফায় বিশ্বের ১২টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত চিঠিতে ইতোমধ্যেই স্বাক্ষর করেছেন তিনি।
শুক্রবার (৪ জুলাই) নিউজার্সিতে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব এ তথ্য জানান। আগামী সোমবার (৭ জুলাই) এই দেশগুলোর তালিকা ও শুল্ক হারের পরিমাণ প্রকাশ করা হবে বলেও জানান ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমি কিছু চিঠিতে স্বাক্ষর করেছি এবং সেগুলো সোমবার প্রকাশিত হবে। এই চিঠিতে যত পরিমাণ শুল্ক ধরা হয়েছে, সেটিই মানতে হবে।’
কোন দেশগুলোর ওপর এই তালিকায় আছে জানতে চাইলে ট্রাম্প নির্দিষ্ট করে কিছু বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আপনাকে অপেক্ষা করতে হবে। আমাকে সোমবারই তা ঘোষণা করতে হবে।’
১২ দেশের ওপর আলাদা আলাদা শুল্ক নির্ধারণ করা হয়েছে জানিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘সম্ভবত ১২টি ভিন্ন পরিমাণ অর্থ, ভিন্ন পরিমাণ শুল্ক এবং কিছুটা ভিন্ন চুক্তি হবে।’ অর্থাৎ কিছু দেশের ওপর বেশি, কারও ওপর কম শুল্ক আরোপ করা হয়েছে।
ট্রাম্প শুরুতে বলেছিলেন, তিনি বিভিন্ন দেশের সঙ্গে আলাদাভাবে শুল্ক সংক্রান্ত আলোচনা চালাবেন। তবে জাপান ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে বারবার ব্যর্থতার মুখে পড়ার পর তিনি সেই প্রক্রিয়া থেকে সরে এসেছেন।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ট্রাম্প সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক ও সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্কের ঘোষণা দেন বিভিন্ন দেশের ওপর। যদিও ওই বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল, যাতে আলোচনার মাধ্যমে সমাধান পাওয়া যায়। এই সময়সীমা ৯ জুলাই শেষ হচ্ছে।
আবা/এসআর/২৫