ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রাজশাহী অঞ্চলে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত চাষীরা

রাজশাহী অঞ্চলে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত চাষীরা

চলতি রবি মৌসুমে শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী অঞ্চলে চাষীরা। তবে বাজারে ধানের দাম ভালো পেলে লাভবান হবেন কৃষকরা। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।

ইতিমধ্যে ৬০ শতাংশ ধান কাটা হয়েছে। তবে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষি বিভাগ। এবার রাজশাহী জেলায় ৬৮ হাজার ২ শত ৯৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করেছেন চাষিরা। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লক্ষ ৩৬ হাজার মেট্রিক টন।

জানা গেছে, জ্যৈষ্ঠ মাসে কখনো রিম ঝিম ঝিম বৃষ্টি, কখনো বা রৌদ্রের মধ্যে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় গ্রামীণ পরিবেশে মাঠে মাঠে কাচি হাতে, সারিবদ্ধ হয়ে ধান কাটার দৃশ্য, চোখ জুড়িয়ে যায়। কৃষকরা কাক ঢাকা ভোর থেকে শুরু করেন কর্মযজ্ঞ। বর্তমানে রাজশাহী অঞ্চলের কৃষকরা উৎসবমুখর পরিবেশে ধান কেটে জমিতে শুকাতে দিচ্ছেন। আবার কেউবা শুকানো ধানের আঁটি বেঁধে মাড়াই করার উদ্দেশ্যে বাড়িতে নিয়ে যাওয়ার কাজ করছেন। আবার কেউ ধান ক্ষেতের পাশে মাড়াই করে, বস্তায় ভরে ধান বাড়ি নিয়ে যাচ্ছেন। সবমিলে ধান কাটা, মাড়াই করা সহ ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আর এই কাজে বাড়ির মহিলা, ছেলে-মেয়ে ও কর্মচারীরা সহযোগিতা করছেন।

চলতি রবি মৌসুমে বোরো ধান শুরুতে অনাবৃষ্টি ও পরবর্তীতে অতিবর্ষণের ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয়ে ছিলেন কৃষকরা। কিন্তু সেই শঙ্কা কেটে যাওয়ায় এবার রাজশাহীতে বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় খুশি চাষীরা। তবে এবার লক্ষ্য মাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা জানান, চলতি বছর ধানের অবস্থা খুবই ভালো আছে। আবহাওয়া মাঝামাঝি বৃষ্টির কারণে সেচের কোনো সংকট পড়েনি। আর উচ্চ ফলনশীল বিভিন্ন জাত আমরা কৃষকের মাঠ পর্যায়ে নিয়ে গেছি এবং কৃষক যেন তাদের ভালো জাত এবং উত্তম পরিচর্যা ব্যবস্থাপনা মাধ্যমে এ বছর রাজশাহী জেলাতে আমরা যে উৎপাদন হচ্ছে। আশা কারি আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ইতি মধ্যে ৬৫ শতাংশ বোরো ধান কাটা হয়েছে এবং তাতে আমরা ভালো ফলন পেয়েছি।

ধান,চাষী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত