ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

৪ দিনের রিমান্ডে সাবেক এমপি দুর্জয়, ডিম নিক্ষেপ

৪ দিনের রিমান্ডে সাবেক এমপি দুর্জয়, ডিম নিক্ষেপ

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে তোলার আগে এবং নামানোর সময় কোর্ট চত্বরে তার দিকে ডিম ছুড়ে মারেন বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াছির আহসান চৌধুরী এই আদেশ দেন।

এর আগে, বুধবার (২ জুলাই) দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব জানান, ৫ আগস্ট এর পর আত্মগোপনে চলে যান নাইমুর রহমান দুর্জয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতায় তাকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গতবছরের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানা ও দৌলতপুর থানায় পৃথক দুটি বিস্ফোরক মামলা রুজু হয়। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলার সূত্রে জানা যায়, তিনি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি-অনিয়মের মাধ্যমে ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকা অবৈধভাবে অর্জন করেছেন। মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন নামক একটি কোম্পানি থেকে ৪ কোটি ২২ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বাড়ি-গাড়ি, জমিজমা ও বহু আর্থিক প্রতিষ্ঠানের মালিক বনে গেছেন সাবেক এই ক্রিকেটার।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণ জড়ো হয় বিএনপি নেতাকর্মী-সহ বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সকাল থেকে ব্যাপক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয় আদালত প্রাঙ্গণে। এ সময় ‘দুর্জয়ের ফাঁসি চাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ জনতা। দীর্ঘ অপেক্ষার পর বেলা ৩টার দিকে ডিবি পুলিশের ইনচার্জ মোশারফ হোসেনের নেতৃত্বে একটি মাইক্রোবাসে করে তাকে আদালতে তোলা হয়। মানিকগঞ্জ সদর থানা পুলিশ দুর্জয়ের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে রিমান্ড শুনানি করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ুন কবির। আসামিপক্ষে রিমান্ড আবেদন নামঞ্জুর পূর্বক জামিনের প্রার্থনা করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী। বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালতে তোলা এবং নামানোর সময় কোর্ট প্রাঙ্গণে দূর্জয়ের উপর জনতার মাঝ থেকে ডিম ছুড়ে মারা হয়।

রিমান্ড,দুর্জয়,ডিম নিক্ষেপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত