ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে বাবা দিবস পালিত

রংপুরে বাবা দিবস পালিত

বিশ্ব বাবা দিবস-২০২৫ উপলক্ষ্যে রংপুরে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (জুনের তৃতীয় সপ্তাহ) সুমি কমিউনিটি সেন্টারে “বাংলাদেশ মেন অ্যান্ড চাইল্ড রাইটস ফাউন্ডেশন”-এর উদ্যোগে এই মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মো: ফররুখ শাহজাদ শুভ। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সচিব (রংপুর কমিটি) ও সহ-সভাপতি মাহাফুজার রহমান বিটুল, মো: সাখাওয়ার হোসেন সোহাগ, যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান মুকুল ও আল হারুন বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রহমান মিন্টু, প্রেসক্লাব ব্যবসায়ী সমিতির সভাপতি মো: মোশররফ হোসেন মনি, সাধারণ সম্পাদক এম এ কে আজাদ, সাবেক সভাপতি রোস্তম আলী, আরবিসিএর সাবেক সহ-সভাপতি মো: কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন এবং আলেম ও ওলামাসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বাবা দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোকপাত করে বলেন, বাবারা এদেশে অনেকটাই অধিকার বঞ্চিত হচ্ছে। তাই পিতার অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

সংগঠনের মহাসচিব মো: ফররুখ শাহজাদ শুভ বলেন, “মায়ের যেমন সন্তানের ওপর অধিকার রয়েছে, ঠিক একইভাবে বাবারও রয়েছে সমান অধিকার। পবিত্র কোরআনেও বলা হয়েছে যে, সন্তানের জন্য পিতাকে যেন অল্পতম দুর্ভোগ পোহাতে না হয়।”

তিনি আরও বলেন, “অনেক ক্ষেত্রে স্বামী ও স্ত্রী আলাদা হলে বা তালাক হলে নির্দোষ বাবা সন্তানকে কাছে রাখতে পারেন না। আইনটি সম্পূর্ণ মায়ের পক্ষে যায়, যা পিতার ওপর চরম অবিচার।”

সংগঠনের ২১ দফা দাবির উল্লেখ করে তিনি বলেন, “মা যদি তালাক দিতে চাই, তাহলে সন্তানকে বাবার জিম্মায় দিতে হবে। অপর দিকে স্ত্রী যদি অনৈতিক সম্পর্কে জড়িত থাকে বা অপরাধ করে, তাহলে সন্তানকে অপরিহার্যভাবে পিতার কাছে দিতে চাই।”

চাকরিজীবী মায়ের কাছে সন্তান থাকার সময় যদি বাবা খরচ দিতে অক্ষম হন, তাহলে তাকে হয়রানি বা অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয় বলেও তিনি মত প্রকাশ করেছিলেন। তিনি আরও বলেন, সন্তানকে পিতার উপার্জন থেকে অন্তত ১০ শতাংশ অর্থ দিতে আইন হওয়া উচিত, যাতে পিতাকে বৃদ্ধাশ্রমে যেতে না হয়।

উল্লেখ্য, বাবা দিবস একশো বছরেরও বেশি সময় ধরে বিশ্বের অনেক দেশে পালন হয়ে আসছে। ১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন আইন করে জুন মাসের তৃতীয় রবিবারকে বাবা দিবস হিসেবে স্বীকৃতি দেন।

বাবা দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত