পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন আমজাদ হোসেন। তিনি পাবনা এডওয়ার্ড কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ - ২, শাখা থেকে উপসচিব ( সরকারি কলেজ -২ ) মো মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো । ১৬ তম বিসিএস এর এই শিক্ষক অধ্যাপক আমজাদ হোসেন আগামী সপ্তাহের সোমবার ( ৭ জুলাই) নতুন কর্মস্থল ঈশ্বরদী সরকারি কলেজে যোগদান করবেন বলে জানা যায়।
অধ্যাপক মো. আমজাদ হোসেন নাটোর জেলার ঈশ্বরদীর পার্শ্ববর্তী লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে ১৯৬৮ সালের ৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পিতা মো. ইয়াসিন আলী মোল্লা ও মাতা রঞ্জনা বেগমের কনিষ্ঠ সন্তান তিনি।
তিনি গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি ও আব্দুলপুর সরকারি কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক (সম্মান) ও এম এ ডিগ্রী অর্জন করেন।
১৬তম বিসিএস এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে রাজশাহী সরকারি কলেজে পদায়ন প্রাপ্ত হন। এরপর ১২ আগস্ট ১৯৯৬ সালে রাজশাহী সরকারি কলেজে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। বগুড়ায় শাহ এয়তে বাড়িয়া কলেজ, ঝিনাইদহ লালনশাহ সরকারি কলেজে অধ্যাপনা করেন। ঈশ্বরদী সরকারি কলেজে পদায়নের পূর্বে তিনি ২০০১ সাল থেকে পাবনা সরকারী এডওয়ার্ড কলেজে এ দীর্ঘ ২৪ বছর কর্মরত ছিলেন।