কিশোরগঞ্জের তাড়াইলে সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে পরিকল্পিতভাবে হামলায় আহত দেখিয়ে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি স্মারকলিপি তাড়াইল থানায় প্রদান করে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ মে উপজেলার চকপাড়া ঈদগাহ মাঠ এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ভাদেরা গ্রামের ৭০ বছর বয়সী আব্দুল জলিলসহ আরও তিনজন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আব্দুল জলিল এখনো চিকিৎসাধীন রয়েছেন, অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, দুর্ঘটনার জন্য দায়ী না হওয়া সত্ত্বেও রিকশাচালক সাদ্দামের কাছ থেকে আব্দুল জলিলের ছেলে সঞ্জু মিয়া জোরপূর্বক ২০ হাজার টাকা আদায় করেন। পরে ২৭ মে তিনি দুর্ঘটনাটিকে ‘হামলার ঘটনা’ হিসেবে আদালতে মামলা করেন, যাতে স্থানীয় পাঁচজনকে আসামি করা হয়।
মানববন্ধনে অ্যাডভোকেট মাহফুজুল বলেন, “একটি সড়ক দুর্ঘটনাকে উদ্দেশ্যমূলকভাবে হামলা বানিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে সত্য উদঘাটন করা।”
হাফেজ আবুল হাসেম বলেন, “মিথ্যা মামলা দিয়ে গ্রামের মানুষকে হেনস্তা করা হলে, আইনের সঠিক প্রয়োগে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।”
এ বিষয়ে তাড়াইল থানার ওসি (তদন্ত) শ্যামল মিয়া বলেন, “আহত আঃ জলিলের ছেলে সঞ্জু থানায় অভিযোগ নিয়ে এসেছিলেন, তবে প্রাথমিক তদন্তে বিষয়টি মিথ্যা মনে হওয়ায় মামলা রেকর্ড করা হয়নি। পরবর্তীতে আদালতে আবেদন করায় পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। দ্রুতই তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।”