ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিবিসি আই’র অনুসন্ধান

জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

গত বছরের জুলাইয়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন।

বিবিসি আই একটি ফোনালাপের অডিও বিশ্লেষণ করেছে, যাতে হাসিনাকে বলতে শোনা যায়, “যেখানেই ওদের (বিক্ষোভকারী) পাওয়া যাবে, গুলি করা হবে”। বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ১৮ জুলাই শেখ হাসিনা ও এক অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে ফোনালাপের একটি অডিও ক্লিপ ফাঁস হয়, যার সত্যতা বিবিসি আই নিশ্চিত করেছে। এই ফোনালাপে শেখ হাসিনাকে বিক্ষোভকারীদের গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিতে শোনা যায়।

সংবাদমাধ্যমটি বলছে, ওই ফোনালাপ এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি বর্তমানে ভারতে পালিয়ে আছেন এবং অনুপস্থিত অবস্থায়ই তার বিচার চলছে। জাতিসংঘের তদন্তকারীদের মতে, গত বছরের জুলাই-আগস্টে সহিংস ওই বিক্ষোভে প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছিলেন।

বিবিসি জানায়, অডিওটি প্রমাণ করে যে, সাবেক প্রধানমন্ত্রী নিজেই গুলির অনুমতি দিয়েছিলেন। এর পরপরই সামরিক বাহিনীর প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।

প্রতিবেদনে আরও বলা হয়, অডিওটি চলতি বছরের মার্চে প্রথম ফাঁস হয়। তবে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন, বিবিসি যে টেপ রেকর্ডিংটির কথা বলেছে, তা সত্য কিনা, তা আমরা নিশ্চিত করতে পারছি না।

উল্লেখ্য, শেখ হাসিনার পাশাপাশি সাবেক সরকার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) এ পর্যন্ত মোট ২০৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে, যাদের মধ্যে ৭৩ জন বর্তমানে আটক রয়েছেন। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আবা/এসআর/২৫

জুলাই আন্দোলন,গুলি,নির্দেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত