ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

প্রত্যেকেরই সাঁতার শেখা উচিত

সজিব হোসেন
প্রত্যেকেরই সাঁতার শেখা উচিত

পানিতে ডুবে মৃত্যুর ঘটনা এখন যেন একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। গ্রামের মানুষ সাঁতার জানলেও শহরের অনেক শিশু-কিশোরই জানে না। তারা যখন গ্রামে কিংবা কক্সবাজার বা অন্য কোথাও বেড়াতে যায়, তখন বন্ধুদের সঙ্গে আনন্দ করতে গিয়ে পানিতে নামে। কিন্তু সাঁতার না জানার কারণে অনেকে ফিরতে পারে না জীবিত অবস্থায়; ফেরে লাশ হয়ে। সাঁতার জানা থাকলে ব্যক্তি নিজেকে ও অন্যকে দুর্ঘটনার সময় বাঁচাতে পারে। তাছাড়া সাঁতার কাটা একটি ব্যয়ামও বটে।

গবেষণায় জানা যায়, সপ্তাহে আড়াই ঘণ্টা করে নিয়মিত সাঁতার কাটলে একজন ব্যক্তির মৃত্যুর ঝুঁকি কর্মহীন ব্যক্তির তুলনায় অর্ধেকে নেমে আসে। সাঁতার নিঃসন্দেহে শরীরের জন্য উপকারী। গ্রামের পাশাপাশি এখন শহরেও সাঁতার শেখার সুযোগ রয়েছে। অভিভাবকদের উচিত নিজ দায়িত্বে সন্তানদের সাঁতার শেখানোর ব্যবস্থা করা।

শিক্ষার্থী, ঢাকা কলেজ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত