ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

পাকিস্তানী অভিনেত্রী হুমাইরার রহস্যজনক মৃত্যু

পাকিস্তানী অভিনেত্রী হুমাইরার রহস্যজনক মৃত্যু

পাকিন্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আলী আসগরের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু রহস্যের সৃষ্টি করেছে।

সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার কর্মীরা জানিয়েছেন, স্থানীয় আদালতের আদেশে মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে ফ্ল্যাটটি খালি করার জন্য সেখানে যাওয়া হয়। ভেতর থেকে কেউ সাড়া না দেয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় মেঝেতে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়।

গিজরি পুলিশ এক বিবৃতিতে জানায়, মরদেহটি অভিনেত্রী হুমাইরার বলে শনাক্ত করা হয়েছে এবং দুই সপ্তাহ আগেই তার মৃত্যু হয়েছিল।

পুলিশ আরও জানায়, দুপুর ৩টা ১৫ মিনিটে পুলিশ দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া না পাওয়ায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং হুমাইরার মরদেহ দেখতে পায়। এরপর পুলিশের ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে ডেকে আনা হয় আলামত সংগ্রহের জন্য।

উল্লেখ্য, আরিয়ানা টেলিভিশনের রিয়েলিটি শো 'তামাশা ঘর'-এ অংশ নিয়েছিলেন হুমাইরা আসগর আলী এবং ২০১৫ সালের চলচ্চিত্র 'জালাইবি'-তেও অভিনয় করেছিলেন। এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেছিলেন তিনি।

পাকিস্তান,অভিনেত্রী,হুমাইরা,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত