ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, যে বিএনপি’র কাছে নিজের দলের লোক নিরাপদ নয়। এক বিএনপি আরেক বিএনপিকে খেয়ে ফেলছে। তাদের ছাত্র সংগঠন মূল দলের কাছে চাঁদা না পেয়ে নেতাদের হাত-পা ভেঙ্গে দিয়েছে। যাদের কাছে নিজের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে দেশের মানুষ কখনও নিরাপদ হতে পারেনা।
শুক্রবার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক নির্বাচনসহ বিভিন্ন দাবিতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন রংপুর মহানগর আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, যে দলের একটি অঙ্গসংগঠনকে অপর অঙ্গসংগঠনকে চাঁদা দিতে হয়, তাদের কাছে কোন ব্যবসায়ী নিরাপদ হতে পারেনা। যে দলের মানুষ খুন করে, সেই দলের কাছে কোন মানুষের জানমাল নিরাপদ থাকতে পারেনা। যে দল শৃঙ্খলা ঠিক রাখতে পারেনা, তাদের মাধ্যমে দেশের মানুষ শৃঙ্খলাবদ্ধ হতে পারেনা। তারা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করতে চায়। যারা মেয়র হওয়ার আগেই সিটি কর্পোরেশন ভবন দখল করে, তাদের হাতে দেশের মানুষের জান মাল, ইজ্জত নিরাপদ থাকতে পারে না।
তিনি বলেন, দেশের নতুন ভোটার শতকরা ৩৮ ভাগ। তারা জানে না ধানের শীষ কি জিনিস। তারা জিয়াউর রহমানের আদর্শ শুনতে চায় না। নতুন ভোটারদের কাছে তারা কি জিয়াউর রহমানের আদর্শ চাঁদা বাজি, খুন করা, অবৈধ দখল, জুলুম, অত্যাচার করা শোনাবে। পত্রিকায় এসেছে ইশরাক সাহেবের পক্ষে রায়ের জন্য বিচার বিভাগকে চাপ দেয়া হয়েছে। জোর করে তারা নিজেদের পক্ষে রায় দিয়েছে। যারা জোর করে নিজেদের পক্ষে রায় আনে তাদের হাতে বিচার বিভাগ নিরাপদ হতে পারে না।
তিনি প্রশ্ন করে বলেন, বাংলাদেশে আবু সাঈদ কত বার জন্ম নেবে? কত বার রক্ত দেবে? অবৈধ ব্যক্তি ও চাঁদাবাজদের ক্ষমতায় আনার জন্য আমরা আর এক ফোঁটা রক্ত দিতে চাইনা। খুনি, চাঁদা বাজদের আর ক্ষমতায় দেখতে চাইনা। দেশের মানুষ এখন ইনসাফপূর্ণ, আল্লাহ ভীরুদের ক্ষমতায় আনতে চায়। কারণ তাদের হাতে খুনের রক্ত নেই, তারা ধর্ষণ-ইভটিজিং করে না।
এ সময় জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার, সকল আহতদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা, দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের বিচার নিশ্চিত করে তাদের জাতীয় রাজনীতিতে অযোগ্য ঘোষণা, ইসলাম, দেশ ও সমাজ বিরোধী অনৈতিক নারী কমিশন বাতিল, প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক দ্রুততম সময়ে সংশোধন করে সংখ্যানুপাতিক জাতীয় নির্বাচন ব্যবস্থা এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে সুদ-ঘুষ, দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, রংপুর মহানগর শাখার সভাপতি মাওলানা হাফেজ আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী অকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ এম হাসিবুল ইসলাম, সুলতান মাহমুদ, রংপুর জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।