ঢাকা রোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

পলাশবাড়ীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

পলাশবাড়ীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে বালতির পানিতে পড়ে সালমান ফারসি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুন) সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালমান ফারসি ওই গ্রামের মানিক মিয়ার একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির আঙিনায় রেখে দেওয়া ধান ভিজানো বালতির পাশে খেলছিল সালমান। পরিবারের সদস্যরা কিছু সময়ের জন্য অন্য কাজে ব্যস্ত থাকায় হঠাৎ করেই সে বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বালতিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদুল সরকার বালতির পানিতে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত