রাজবাড়ীর সদর উপজেলার দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলীকে (৬০) সংঘর্ষ ও গুলিবর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।
সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৬টায় সদর উপজেলার কামালদিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট ২০২৪ তারিখে দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড়ে "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" এর ব্যানারে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় অন্তত ১০ জনের বেশি আন্দোলনকারী গুলিবিদ্ধ ও আহত হন।আহতদের মধ্যে ছিলেন জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না ও বিল্লাল হোসাইনসহ আরও অনেকে।
ঘটনার পর ২ সেপ্টেম্বর খানখানাপুর এলাকার মো. জিসান হোসাইন খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ১৪ জন নামীয় ও ১০০-১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তে দাদশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. রমজান আলীর সংশ্লিষ্টতা পাওয়ায় ২৩ জুন সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর থানাধীন কামালদিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) এনায়েত শিকদার ও সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তারকৃত রমজান আলীকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানানো হয়, রাজবাড়ী জেলা পুলিশ গুরুতর অপরাধ দমন ও মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে বদ্ধপরিকর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।