ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

উখিয়ায় ১৪ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

উখিয়ায় ১৪ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

কক্সবাজারের উখিয়ায় একটি বিরল প্রজাতির বিশাল আকৃতির বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন আনুমানিক ২৫ কেজি।

রোববার (২২ জুন) রাত ২টার দিকে উখিয়া সদর বিটের কিল্লামোরা বাগানপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা।

পরে সোমবার (২৩ জুন) দুপুরে অজগরটি দোছড়ি রিজার্ভ বনভূমিতে অবমুক্ত করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, উদ্ধারকৃত সাপটি বার্মিজ পাইথন। এটি মানুষের জন্য ক্ষতিকর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাপটি সুস্থ অবস্থায় ছিল বিধায় নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

বার্মিজ অজগর,অবমুক্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত