ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু

কিশোরগঞ্জে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু

কিশোরগঞ্জ নিজ বাড়ির ছাদ থেকে পড়ে অজিত দেবনাথ (৬০) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে শহরের বত্রিশ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত অজিত দেবনাথ বত্রিশ এলাকার স্থায়ী বাসিন্দা এবং একই এলাকার রেডক্রিসেন্ট মোড়ের ঔষধ ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের নাম মায়া ফার্মেসি।

নিহতের ছোট ছেলে বিশ্বজিত দেবনাথ জানান, সকালে তার বাবা-মা হাঁটতে বেড়িয়েছিল। ফিরে এসে ছাদ বাগান থেকে পুজার ফুল সংগ্রহ করতে যায়। এসময় অসাবধানতা বশত : বৃষ্টিভেজা ছাদে পা পিছলে চারতলার ছাদ থেকে নিচে পড়ে যায়। ছাদে কোনো রেলিং না থাকায় এ দুর্ঘটনা ঘটে। নিচে পড়ে গিয়ে বুকে ও মাথায় আঘাত পায়। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, "ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ছাদ বাগানে পানির পাইপ লাগানোর সময় এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

ছাদ,ওষুধ ব্যবসায়ী,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত