ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নীলফামারীতে পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নীলফামারীতে পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও ১৫ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহসিন।

জেলা তথ্য অফিসার মো. বায়েজীদ হোসেন, নীলফামারী জেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম, নীলফামারী জেলা কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার (অ. দা.) রতন চন্দ্র রায়,নীলফামারী জেলা এনসিপির সদস্য আক্তারুজ্জামান, শামসুল হক শাহ্,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর, যুগ্ম আহ্বায়ক বোরহান আহমেদ, নীলফামারী জেলা পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল মোমিন সহ আরো অনেকে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, পাটের ব্যাগ ব্যবহার শিখানোর জন্য আমরা ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো। পলিথিন ব্যাগ ব্যবহার কমানোর জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে পরিবেশ সংরক্ষণ করতে পারবো।

পরিবেশ দিবস,র‍্যালি,আলোচনা সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত