ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩ হাজার ৮৩২ জন

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩ হাজার ৮৩২ জন

সিদ্দিক হোসেন, দিনাজপুর

চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলার ১ লাখ ৩ হাজার ৮৩২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বুধবার (২৫ জুন) থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী জানান, চলতি বছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২১৩টি পরীক্ষা কেন্দ্রে ৬৬১টি কলেজের ১ লাখ ৩ হাজার ৮৩২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। এদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ৪৯ হাজার ৩৬০ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৫৪ হাজার ৪৭০ জন।

তিনি জানান, মোট পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৫ হাজার ৪০৫ জন, মানবিক বিভাগে ৭১ হাজার ১৩০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭ হাজার ২৯৫ জন এবং সংগীত শিক্ষায় ২ জন পরীক্ষার্থী সহ মোট একলাখ তিনহাজার ৮৩২ জন পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবছর নিয়মিত এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৮৭ হাজার ৩৯০ জন, অনিয়মিত পরীক্ষার্থী ১৬ হাজার ৩১১ জন এবং দ্বিতীয়বার পরীক্ষার্থীর সংখ্যা ১৩১ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম জানান, এবারে এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও ত্রুটি-মুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে একাধিক ভিজলেন্স টিম গঠন করা হয়েছে। কলেজ শিক্ষকদের সমন্বয়ে নিয়মিত ভিজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্রগুলোর দায়িত্ব পালন করবেন।

এছাড়াও বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা ভিজেলেন্স টিম গঠন করা হয়েছে। এই ঝটিকা ভিজিলেন্স টিমগুলো বোর্ডের সবগুলো পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, এবারে শান্তিপূর্ণ ও ক্রটি-মুক্ত পরিবেশে এইসএসসি পরীক্ষা সম্পন্ন করতে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

শিক্ষা বোর্ড,এইচএসসি,পরীক্ষার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত