ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

‘প্রেসক্লাবগুলোকে এক ছাতার নিচে আনার পরিকল্পনা হচ্ছে’

‘প্রেসক্লাবগুলোকে এক ছাতার নিচে আনার পরিকল্পনা হচ্ছে’

চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে এ সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলার ২ শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, সাধারণ সম্পাদক সফিক শাহীন, চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক আব্দুর কাদের এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম ও সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারীকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিবছরের মতো এ বছরও আয়োজিত সাংবাদিক সমাবেশ ছিল লক্ষণীয়। সাংবাদিক সমাবেশে যোগ দিতে এদিন সকাল থেকেই জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানস্থলে জমায়েত হন। তাদের সাংবাদিকদের স্বাগত জানান প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম বেপারী ওরফে রহিম বাদশা ও সাধারণ সম্পাদক আব্দুর কাদের। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল উৎসবের আমেজ। বিপুলসংখ্যক সাংবাদিকের উপস্থিতিতে সাংবাদিক সমাবেশ রূপ নেয় সাংবাদিকদের মিলন মেলায়।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম বেপারী ওরফে রহিম বাদশার সভাপতিত্বে সাংবাদিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এছাড়া প্রধান আলোচকের বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, আমরা জেনেশুনেই এই পেশায় এসেছি, যা বিষ পান করার মতই। রাজনৈতিক ভাবে আমাদের সুযোগ দিলে আমরা নিরপেক্ষভাবে কাজ করতে পারবো।

পুলিশের নিরাপত্তা আছে কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা নেই। সারা পৃথিবীতে সাংবাদিকতা পেশা ঝুঁকিপূর্ণ কিন্তু আমাদের দেশে একটু বেশি ঝুঁকিপূর্ণ। আপনারা অনেক প্রতিশ্রুতি আমাদের কাছে চেয়েছেন। সারাদেশের প্রেসক্লাবগুলো এক ছাতার নিচে আনার পরিকল্পনা করা হচ্ছে। যেখানে একটি প্রেসক্লাব আছে সেগুলো আগে আনা হবে। আর সেখানে বেশি আছে সেগুলো পরে চিন্তা করা হবে। প্রেসক্লাব বেশি থাকলে আমাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

তিনি আরও বলেন, বর্তমানে সাংবাদিকতাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা বলার অপেক্ষা রাখেনা। আপনারা এমন কোন প্রতিনিধি নির্বাচিত করবেন না, যারা অবস্থান ধরে রাখতে পারে না। সাংবাদিকতার পাশাপাশি আপনাদের কিছু করতে হবে। তা না হলে তাঁবেদারি করে চলতে হবে।

জাতীয় প্রেসক্লাব তার আয় দিয়ে চলে। কোনোদিন সরকারের অনুদান ছিল না। যার কারণে আপনাদের কোন বরাদ্দ দেয়ার সুযোগ নেই। আমি আবারো বলতে চাই, সাংবাদিকতা মানে মানুষের সেবা করা। এটি একটি মহান পেশা। আমাদের মধ্যে বলিষ্ঠ নেতৃত্ব নেই, এটি চাঁদপুর থেকে শুরু হোক। এই জাতিকে অবক্ষয় থেকে রক্ষার জন্য সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, এই আয়োজনটি সাংবাদিকদের জন্য মিলন মেলা। চাঁদপুর প্রেসক্লাব একটি ব্যতিক্রম প্রেসক্লাব। মানুষ ফেসবুকে ঢালাওভাবে অনেক কিছু দিয়ে থাকে কিন্তু চাঁদপুরের সাংবাদিকরা সঠিক তথ্য জেনে দিচ্ছেন, সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। প্রশিক্ষণের কথা বার বার আসছে, আসলেই প্রশিক্ষণ দরকার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বড় ধরনের কোন ঘটনা হলে এটা আপনাদের সতর্কতার সাথে দিতে হয়। সাংবাদিকরা কঠিন কাজকে খুব সহজ করে করেন, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। মূল সাংবাদিকতা বলতে যা বুঝায়, আপনারা তা করছেন। আশা করি আপনাদের মধ্য থেকে অনেকে খুব ভালো অবস্থানে পরিচিত পাবেন।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর কাদেরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য অ্যাড. শাহাজাহান মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (মেহেদী হাসান), সুজন জেলা শেখার সভাপতি অধ্যাপক মোশারেফ হোসেন পাটওয়ারী, জেলা তথ্য অফিসার তপন বেপারী, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, কলামিস্ট ফোরামের সদস্য সচিব মীর আব্দুল আলিম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, বিএম হান্নান, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র কার্যকরী সদস্য মুনির চৌধুরী, অধ্যাপক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, কার্যকরী সদস্য ফারুক আহম্মদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম ও সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটন ভূইয়া, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদসহ অনেকে।

প্রেসক্লাব,সাংবাদিক,সমাবেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত