ঢাকা রোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নোয়াখালীতে জামায়াতের আলোচনা সভা-দোয়া

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নোয়াখালীতে জামায়াতের আলোচনা সভা-দোয়া

নোয়াখালীর চৌমুহনীতে ফ্যাসিস্ট মুক্তি আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে শহীদদের স্মরণে জামায়াতে ইসলামির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে চৌমুহনী শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌরসভার সহকারী সেক্রেটারি মোহাম্মদ নুর উদ্দিনের পরিচালনায় শহর আমির জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী পৌরসভার মেয়র প্রার্থী ও কর্মপরিষদ সদস্য নাসিমুল গণি চৌধুরী মহল।

অতিথিরা বক্তব্যে বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের শুরু হয়েছিল এই জুলাইয়ে। অকুতোভয় ছাত্র-জনতা, শ্রেণি, ধর্ম, বর্ণ, শ্রেণি পেশার ও বয়স সব ভেদাভেদ মুছে দিয়ে এক কাতারে এসে দাঁড়িয়েছিল। জাতির সম্মিলিত প্রতিরোধে নড়ে ওঠে স্বৈরশাসকের ভিত্তিমূল। তাই আজকের এই জুলাই একটি নতুন সূর্য, ভিন্ন এক জুলাইয়ের গল্প। যে জুলাই আর কখনোই আসেনি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড আমির মাওলানা ফখরুদ্দিন, আমির হোসেন, নুরুল হোসাইন, আহসান হাবিব সহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে সকল শহীদের সম্মানে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা বোরহান উদ্দিন।

জুলাই অভ্যুত্থান,বর্ষপূর্তি,জামায়াত,আলোচনা সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত