ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই-আগস্ট বিপ্লবের স্মরণে নোয়াখালীতে যুবদলের র‌্যালি

জুলাই-আগস্ট বিপ্লবের স্মরণে নোয়াখালীতে যুবদলের র‌্যালি

জুলাই-আগস্ট বিপ্লবের স্মরণ ও প্রথম বর্ষপূর্তির উপলক্ষ্যে নোয়াখালী চৌমুহনীতে যুবদলের র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির মাসব্যাপী কমসূচীর অংশ হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্দেশনায় যুবদলের এ র‍্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।ৎ

মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা যুবদলের উদ্যোগে বাণিজ্যিক শহর চৌমুহনী বাজারের করিমপুর রোড থেকে প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে মাইশা টাওয়ারে গিয়ে সমাপ্তি হয়েছে।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য কামাখ্যা চন্দ্র দাস, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নোয়াখালী জেলা বিএনপির সদস্য জহির উদ্দিন হারুন।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহসিন আলম, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রুস্তম আলী, বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহি উদ্দিন রাজু, চৌমুহনী পৌরসভা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুর রহমান বাহার, সেচ্ছাসেবকদলের নজরুল ইসলাম, ওমর ফারুক, পলাশ-সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।

জুলাই বিপ্লব,যুবদল,র‌্যালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত