ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং আটক

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং আটক

চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাং দমনে যৌথ বাহিনীর অভিযানে ছয় সদস্যের একটি সংঘবদ্ধ দলকে আটক করা হয়েছে। এ সময় ধারালো ছুরি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার হামিদিয়া জুট মিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং থানা পুলিশের যৌথ নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে অংশগ্রহণ করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এবং হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার (ইউনিট- ২১ বীর) শহিদুল ইসলাম-সহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

অভিযানে চিহ্নিত একটি কিশোর গ্যাং দলের ছয়জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ধারালো ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং তিনটি স্থানীয়ভাবে তৈরি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র তারা এলাকায় ভীতি সৃষ্টি ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্রসহ হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও অপরাধ দমন আইনে মামলা রুজু করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঁদপুর জেলায় কিশোর গ্যাং একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। এদের দমন ও নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় অবস্থানে রয়েছে। এবারের সফল অভিযানে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদপুর জেলায় কিশোর গ্যাং, মাদক কারবারি বা সন্ত্রাসী চক্র – কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অপরাধ দমন করতে ভবিষ্যতেও এমন পদক্ষেপ আরও জোরদার করা হবে।

যৌথ বাহিনী,অভিযান,কিশোর গ্যাং,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত