ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অন্তবর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২টায় জেলা যুবদলের আয়োজনে শহরের রামদেও বাজলা স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান-এর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামস মতিন, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, আনিছুর রহমান, হারুনুর রশিদ জুয়েল, আঃ মতিন, সাবেক সদস্য ইকবাল, এফতাদুল, রাসেল, লিটন, বাবু, তারেক ইবনে ফিরোজ, রবিন, রিপন, রতন, দোলন, সাগর, মাহবুব, জিল্লু, ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত সুববাহ প্রমুখ।

যুবদল,বিক্ষোভ,সমাবেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত