ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

চুয়েটে জুলাই স্মরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

চুয়েটে জুলাই স্মরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক, শিক্ষিকা ও জুলাই যোদ্ধাদের জুলাইয়ের গল্প বলা এবং "জুলাই স্মরণ অনুষ্ঠান-২০২৫" অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ই জুলাই) সকাল সাড়ে ১০টায় চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সুদীপ কুমার পাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট এর ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম।

এতে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. বশির জিসান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. ইউনুছ আহমেদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক নূরুন নাহার ও স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক শায়লা শারমীন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইইই বিভাগের ২২ ব্যাচের ছাত্র তানভির আহমেদ, সিএসই ২১ ব্যাচের ছাত্র মাহি আব্দুল্লাহ, ইটিই বিভাগের ছাত্র মো. ইসফাক আহমেদ জীম, ইইই ২১ ব্যাচের ছাত্র তাহমিদুল ইসলাম সামিন, সিএসই ২০ ব্যাচের ছাত্র আতফান বিন নুর এবং সিএসই বিভাগের ২২ ব্যাচের ছাত্র ফায়জুল কবির।

এতে সঞ্চালনা করেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও সিন্ডিকেট শাখার সেকশন অফিসার জনাব মীর মোহাম্মদ রাতুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চুয়েট এর স্টাফ কোয়ার্টার জামে মসজিদের ইমাম মাওলানা হামিদ উল্লাহ।

অনুষ্ঠানে গত বছরের জুলাইয়ে সংগঠিত বিভিন্ন ঘটনার স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয় এবং সংশ্লিষ্ট কয়েকটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

চুয়েট,জুলাই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত