সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ব্যবসায়ী ইয়াহিয়া প্রামাণিক (৩৫) হত্যা মামলায় সন্দেহভাজন আসামি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
বুধবার বিকেলে আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন এ আদেশ দেন।
আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ইব্রাহিম প্রামাণিক হত্যা মামলায় আব্দুল লতিফ বিশ্বাস সন্দেহভাজন আসামি এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এনায়েতপুর থানার সামনে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করে। এ সময় ইব্রাহিম প্রামাণিকসহ আরো ২ ছাত্র নিহত হয়। নিহত ইব্রাহিম প্রামানিক একই এলাকার খুকনী ঝাউপাড়া গ্রামের শাহজাহানের ছেলে। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে সাবেক এমপি আব্দুল মমিন মন্ডলসহ ৮৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় ৫/৭শ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।