২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে রাঙামাটিতে মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রাঙামাটি জেলা শাখা।
শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয় শোক মিছিলটি।
প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত গিয়ে ফিরে আসে মিছিলটি। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করেন এবং গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নিরবতা পালন করেন।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ শীর্ষ নেতারা। এছাড়া কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান উপস্থিত ছিলেন।
মিছিলে ব্যবহৃত ব্যানারে স্থান পায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক জিয়া এবং গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতাদের ছবি।