বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট ও দানবীর সরকার ১৬ বছর এই দেশের মানুষের উপর অন্যায়, নিপীড়ন, হত্যা, মামলা, গুম এমন কোন হেন কাজ নেই যা তারা করেনাই। গণতন্ত্রের লেবাসে ভয়ংকর বর্বর স্বৈরশাসক ছিল। যে শাসক ফেরাউনকেও হার মানিয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকালে জুলাই আন্দোলনে জেলার প্রথম শহীদ তাহমিদের স্কুল নাছিমা কাদির মোল্লা হাই স্কুলে এক স্মরণ সভায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেকে মারা গিয়েছে। সর্বশেষ বৈষম্যবিরোধী আন্দোলনে তারা নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। নরসিংদীতে তাহমিদের মত সাহসী সন্তানরা জীবন দিয়েছে। তার স্মরণে ঢাকা-সিলেট মহাসড়কে চত্বর করা হবে।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুর এলাহীসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে নরসিংদীর চিনিশপুরে শহীদ তাহমিদের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এরপর বিকেলে শহীদ সজিবের কবর জিয়ারত, কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করবে নরসিংদী জেলা বিএনপি।
শহীদ তাহমিদ ২৪-এর জুলাই আন্দোলনে অংশ নিয়ে ১৮ জুলাই ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন। তিনি নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।