ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: নাহিদ ইসলাম

মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: নাহিদ ইসলাম

মুজিববাদ ও ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার দুপুর সাড়ে১২টার দিকে বিচার,সংস্কার ও দেশ পুর্নগনের লক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ শহরে আয়োজিত জুলাই পদযাত্রায় ও পথসভা অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি।

তিনি বলেন, গোপালগঞ্জে আমাদের উপর হামলা চালানো হয়েছে। আরো ১০টি জেলায় হামলা হতে পারে। তারপরও আমাদের দমন করে রাখা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে যুদ্ধ, যে লড়াই আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ঘোষণা করেছি, ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করা পর্যন্ত আমরা থামবো না।

নাহিদ ইসলাম আরো বলেন,আমরা যে লড়াই শুরু করেছি তা চালিয়ে যাবো। আমাদের সঙ্গে উপরওয়ালা (আল্লাহ) আছেন, দেশের জনগন আছেন। ভয়ের কোন কারন নেই। সামনে আরো একটি লড়াই আসছে সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।

মুন্সীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, নদী ভাঙ্গন, মুন্সীগঞ্জ সড়কপথের বেহাল দশা, পঙ্গুর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, এই মুন্সীগঞ্জে নদী ভাঙ্গন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। প্রতিমাসে নদীভাঙনে নতুন নতুন জলবায়ু উদবাস্তু হচ্ছে। নদী ভাঙন থেকে রক্ষা করবো আমরা। নদী দুর্যোগ থেকে রক্ষা করবো আমরা। অবৈধ বালু উত্তোন,চিকিৎসা সেবায় আমূল পরিবর্তন আনবো আমরা। এ জেলায় শিক্ষা ও কর্মসংস্থানের দুর্গতি রয়েছে। এজন্য মুন্সীগঞ্জের মানুষ গণঅভ্যুত্থানে যেভাবে প্রতিবাদ করেছিল সেভাবে জেগে উঠতে হবে।এলাকায় এলাকায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে।

প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এই মুন্সীগঞ্জে হাজার মানুষ প্রবাসে থাকেন। আমরা সেই ভোটার প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলেছি। অনেকেই বলছেন, প্রবাসীদের ভোটাধিকারের অধিকার নাই। তারা কেন ভোট দেবেন। আমরা বলতে চাই, প্রবাসীরা দেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করবো।

মুন্সীগঞ্জ জেলা এনসিপির সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুর ইসলামের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মেহেদী হাসান, মুন্সীগঞ্জ সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গাজী আব্দুল আলিম, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

মুজিববাদ,নাহিদ ইসলাম,এনসিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত