সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান তালুকদার (৮৯) আর নেই।
শুক্রবার (১৮ জুলাই) সকালে ঢাকার ধানমন্ডির নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
তিনি রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আব্দুল মান্নান তালুকদার ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার নির্বাচিত হন এবং টানা ৪ বার তিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। তিনি সর্বশেষ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন জেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক রাকিবুল করিম খান পাপ্পুসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে রায়গঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে তার মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ভিপি আইনুল হক।