পার্বত্য অঞ্চলে বিভাজন নয়, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
রোববার (২০ জুলাই) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, পাহাড়ে বিভাজন নয়, ঐক্যই আমাদের শক্তি। বিভক্তির রাজনীতি মানুষকে দুর্বল করে, ঐক্যই পারে প্রকৃত শান্তি ও উন্নয়নের পথ তৈরি করতে।
তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধান নিয়ে পাহাড়ের অবিসংবাদিত নেতা এন এম লারমার আপত্তি ছিল। এখানে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটেছে। পাহাড়ি-বাঙালি উভয়েই কোনো না কোনোভাবে বৈষম্যের শিকার হয়ে আসছে।
এনসিপির এই নেতা বলেন, শান্তির জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ, সমতা ও আস্থা জরুরি। তিনি রাজনৈতিক দলগুলোকে দোষারোপের রাজনীতি পরিহার করে অংশীদারিত্বের ভিত্তিতে টেকসই সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া দলটির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “বিচার ও রাজনৈতিক সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পাহাড়ের শান্তি ও সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
একই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দলের আরেক নেতা সারজিস আলম বান্দরবানের একটি সভায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রসঙ্গে বলেন, “ভুল হলে তা স্বীকার করতে দোষের কিছু নেই।” তিনি আরও বলেন, “কথার জবাব কথায় হওয়া উচিত। মঞ্চ ভাঙা বা ব্যানার ছিঁড়ে ফেলার মতো আচরণ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি।
এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শহরের শিল্পকলা একাডেমি থেকে শুরু হওয়া এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। এরপর বনরুপা পথসভায় অংশ নেন তারা।
পদযাত্রা ঘিরে সকাল থেকেই রাঙামাটি পৌর শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রশাসন। এতে সমাবেশ চলাকালীন শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়, ফলে পরীক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
এদিকে, একই সময়ে এনসিপির সমাবেশের প্রতিবাদে জেলা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশি বাধার মুখে তারা বেশিদূর আগাতে পারেনি।