ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বৃক্ষরোপণ ঈশ্বরদী'র উদ্যোগে দুই শতাধিক গাছের চারা রোপণ

বৃক্ষরোপণ ঈশ্বরদী'র উদ্যোগে দুই শতাধিক গাছের চারা রোপণ

পাবনার ঈশ্বরদীতে বৃক্ষরোপণ ঈশ্বরদীর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহরের বিভিন্ন মোড়, শিক্ষাপ্রতিষ্ঠান, আইল্যান্ডে গাছ রোপণের মধ্য দিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু পালন করা হয়।

শনিবার (২৬ জুলাই ) সকাল ১০টায় উপজেলার খায়রুজ্জামান বাবু বাসটার্মিনাল থেকে শুরু করে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ ঈশ্বরদীর প্রতিষ্ঠাতা কায়সার আহমেদ মুন্নার সভাপতিত্বে ঈশ্বরদীতে সরকারি কলেজের স্কাউট টিম ও সেচ্ছাসেবী সহ বিভিন মহলের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রোপন কৃত গাছগুলো হলো সুপারি, আম, আমলকি, মেহগনি ,পেয়ারা, নিম, কৃষ্ণচূড়া,অর্জুন, বট, শিউলি, পলাশ ইত্যাদি

উদ্যোক্তাগণ বলেন, আগামীতে সকলের সহযোগিতা বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি আবারো পালন করা হবে।

আলমাস আলী

বৃক্ষরোপণ,ঈশ্বরদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত