
মুন্সীগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষ্যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ পৌরসভার লিচুতলায় জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক হাতেমা তুল জান্নাত ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সকলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং মুন্সীগঞ্জের ‘রক্তকথা’ নামক নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।