ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

চুয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে চব্বিশের অভ্যুত্থানের স্মৃতিস্মারক "দাস্তান-ই-ইনকিলাব" প্রকাশ করা হয়।

এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েট এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা এবং ভাষা ও সাহিত্য সংসদ চুয়েট এর যৌথ আয়োজনের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম ও শহীদ আবু সাঈদ হল এর প্রভোস্ট অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ।

এতে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ওবায়দুল্লাহ মোহাম্মদ আফজাল, আমিনুল ইসলাম, মাহফুজার রহমান মোহাব্বত, ভাষা ও সাহিত্য সংসদ এর সভাপতি উম্মে মাবরুরা উমামা, সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ তন্ময়, আদিল রায়হান ও চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসহাব লাবিব প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে চুয়েট সাংবাদিক সমিতি নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এদিকে জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত আজ বাদে আছর চুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে এবং স্টাফ কোয়ার্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে চুয়েট এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়াসহ শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

চুয়েট,জুলাই গণঅভ্যুত্থান দিবস,পালন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত