ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পাউবোর ১৬৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জে পাউবোর ১৬৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জায়গা থেকে ১৬৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই এলাকার সুবর্ণসাড়া থেকে বেলকুচি পৌরসভা কার্যালয় পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়কের ২ পাশে পাউবোর জায়গায় অবৈধ স্থাপনায় বসবাস ও ব্যবসা বাণিজ্য করে আসছিল স্থানীয় লোকজন। এ বিষয়ে ইতিপূর্বে তাদেরকে একাধিকবার নোটিশও দেয়া হয়েছিল।

বুধবার দিনভর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় সড়কের ২ পাশের ১৬৩টি অবৈধ কাঁচা-পাকা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান ও র‍্যাব-১২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাউবো,অবৈধ স্থাপনা,উচ্ছেদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত